বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে মায়ের অশালীন মন্তব্য সইতে না পেরে সুমা(১৭)নামে এক কলেজ ছাত্রী কীটনাশক পান করে নিজ ঘরে আত্মহত্যা করেছে। বুধবার সকালে থানার মুসাপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। আত্মহননকারী সুমা ওই এলাকার আব্দুল খালেকের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়,বুধবার সকাল ৯টায় সুমা কলেজে যাওয়ার জন্য মায়ের কাছে ৫০টাকা খরচ চায়। এ সময় কলেজ ছাত্রীীকে তার মা অশালীন মন্তব্য করলে এতে রাগে ক্ষোভে অভিমান করে কলেজ ছাত্রী সুমা ঘরে রাখা কীটনাশক পান করে আত্মহত্যা করে। পরে পরিবারের স্বজনরা ঘর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩শ” শয্যা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বন্দর থানা পুলিশ কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে বুধবার দুপুরে বন্দর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।