বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ৫০ গ্রাম গাজা ও ৯পিছ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে পৃথক দু’টি স্থানে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। ধৃতরা হচ্ছে ১নং মাধবপাশা এলাকার মোঃ রফিক মিয়ার ছেলে আব্দুল্লাহ আল মামুন(৩৭) ও সোনাকান্দা চৌধুরীপাড়া এলাকার মৃত শুক্কুর আলীর ছেলে মোঃ শফিকুল ইসলাম(২৯)। এ ব্যাপারে বুধবার বিকেলে বন্দর থানায় মাদক আইনে পৃথক দু’টি মামলা রুজু হয়েছে। ধৃতদের বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হবে।