বিজয় বার্তা ২৪ ডট কম
আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। এক বছরে আওয়ামী লীগের দলীয় তহবিলে উদ্বৃত্ত আছে ৩ কোটি ৩৮ লাখ টাকা। অন্যদিকে, বিএনপির আয়ের চেয়ে ১৪ লাখ টাকা বেশি ব্যয় হয়েছে।
মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ ও বিএনপি ২০১৫ সালের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দেয়। আওয়ামী লীগের দেয়া হিসাব পর্যালোচনা করে দেখা গেছে, ২০১৫ সালে আয় হয়েছে ৭ কোটি ১১ লাখ ৬১ হাজার ৩৭৫ টাকা। এ সময় দলটির ব্যয় হয়েছে ৩ কোটি ৭২ লাখ ৮১ হাজার ৪৬৯ টাকা।
নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলামের কাছে দলের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান ও দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ হিসাব জমা দেন। আবদুস সোবহান গোলাপ সাংবাদিকদের বলেন, এবার আয়ের চেয়ে ব্যয় কম হয়েছে। তিনি বলেন, দলের এ আয়-ব্যয়ের হিসাব অনলাইনে প্রকাশ করা হবে।
নির্বাচন কমিশনে আয় ব্যয়ের হিসাব জমা দেয়ার পর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ কে এম আমিনুল হক বলেন, দলের আয় হয়েছে ১ কোটি ৭৩ লাখ ৩ হাজার ৩৬৫ টাকা। এ সময় বিভিন্ন খাতে ব্যয় হয়েছে ১ কোটি ৮৭ লাখ ২৯ হাজার ৬৪৯ টাকা। তিনি বলেন, আমাদের এবার ঘাটতি সোয়া ১৪ লাখ টাকার মতো, যা আগের হিসাবের সঙ্গে সমন্বয় করে নেয়া হবে।