বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও গ্রামে গত সোমবার ২টার দিকে আরিফ (২৯) নামে ২০/২৫ জনের বরযাত্রী বেশে অষ্টম শ্রেনীতে পড়ূয়া মেয়েকে উঠিয়ে দেওয়ার প্রস্তুতি নেয়। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম জাকারিয়া থানা পুলিশের একটি দল নিয়ে ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা বন্ধ করে দেয়। এ সময় স্কুল ছাত্রীর বাবা আলী আক্কাছ মিয়াকে গতকাল মঙ্গলবার সকালে বাল্য বিয়ে দেওয়ায় ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, কান্দারগাঁও গ্রামের আলী আক্কাছের অষ্টম শ্রেনীতে পড়–য়া কন্যার সাথে একই ইউনিয়নের ঝাউচর গ্রামের ইদু মিয়ার ছেলে আরিফের বিয়ে ঠিক হয়। দুই পরিবার মিলে রেজিষ্ট্রি করে বিয়ে দেয়। এরই ধারাবাহিকতায় গত সোমবার ২০/২৫ জনের একদল বরযাত্রী এসে মেয়েকে উঠিয়ে নেওয়ার সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম জাকারিয়া থানা পুলিশের একটি দল নিয়ে বিয়ে বাড়িতে গিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা বন্ধ করে দেয়। বিয়ের আনুষ্ঠানিকতা বন্ধ করে দেওয়ার পর স্কুল ছাত্রীর পিতা তার কন্যাকে ছেলের পরিবারের কাছে তুলে দেয়।
এ ঘটনা জানতে পেরে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম জাকারিয়া ভ্রাম্যমান আদালত বসিয়ে বাল্য বিবাহ দেওয়ার অপরাধে স্কুল ছাত্রীর পিতাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।
সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম জাকারিয়া সত্যতা স্বীকার করে বলেন, বাল্য বিয়ে দেওয়ার অভিযোগে স্কুল ছাত্রীর পিতাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
ৃো