বিজয় বার্তা ২৪ ডট কম
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পবিত্র কোরআন খানী , মিলাদ ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয় ।
মঙ্গলবার সন্ধ্যা সাতটায় দুই নং রেল গেইটস্থ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগ এর প্রধান কার্যালয় প্রাঙ্গণে কোরআন খানী, মিলাদ ও দোয়া মাহ্ফিল এর আয়োজন করেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগ ও সহযোগি অঙ্গসংগঠন।
এ সময়ে মিলাদ ও দোয়া মাহ্ফিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সহ সভাপতি রোকন উদ্দিন আহমেদ, বাবু গৌপিনাথ, সহ সাধারণ সম্পাদক আহসান হাবীব, সাংগঠনিক সম্পাদক জি. এম আরাফাত, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ বাদল, মহানগর স্বেচ্ছাসেবকলীগ এর সাধারণ সম্পাদক মো. জুয়েল হোসেন, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি ইসরাত জাহান স্মৃতি, মহানগর আওয়ামীলীগ এর কার্যকরী সদস্য শাখাওয়াত হোসেন সুমন, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি আলী আহসান সজীব প্রমুখ।
আওয়ামীলীগ এর কার্যালয়ে সারাদিন ব্যাপী পবিত্র কোরআন খানী খতম দেওয়া হয় এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের সকলের রুহের মাগফিরাতের জন্য বিশেষ মোনাজাত পরিবেশন করা হয় ।