বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লার দূর্ধর্ষ সন্ত্রাসী মোঃ ইউসুফ হাসান (৪৩) কে অস্ত্রগুলিসহ গ্রেফতার করেছে র্যাব ১১’র সদস্যরা। অস্ত্রগুলোর মধ্যে রয়েছে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন, ২ রাউন্ডগুলি ও ১টি ধারালো চাকু। গ্রেফতারকৃত ইউসুফ হাসান এলাকার ফতুল্লা থানা এলাকার চিহ্নিত দুর্ধর্ষ শীর্ষ সন্ত্রাসী। সে জেলার বন্দর উপজেলার ১৪নং এস আই রোড নবীগঞ্জ এলাকার মৃত আজহার হোসেনের ছেলে। বর্তমানে সে ফতুল্লার গলাচিপায় রূপারবাড়ীর (হারুন সাহেবের বাসা) ভাড়াটিয়া। সোমবার বিকেলে র্যাব ১১’র কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমা স্বাক্ষরিত পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ১১’র এএসপি মোঃ আলেপ উদ্দিন এর নের্তৃতে একটি আভিযানিক দল রোববার দিবাগত রাতে ফতুল্লার কুতুব আইল পিঠালীপুরস্থ রহমান ডাইং ফ্যাক্টরীর ভিতর থেকে ওই অস্ত্রগুলিসহ দূর্ধর্ষ তাকে গ্রেফতার করে। সে এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, অস্ত্র ব্যবসা, ঝুট নিয়ন্ত্রন সহ নানা অপকর্ম করে আসছে। তার সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে এলাকার লোকজন ভয়ে মুখ খুলতো না। সন্ত্রাসী মোঃ ইউসুফ হাসান গ্রেফতারে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করে। তার বিরুদ্ধে ফতুল্লা থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।