বিজয় বার্তা ২৪ ডট কম
জাতীয় শোক দিবস ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে মিলাদ, দোয়া ও নেওয়াজ বিতরন করা হয়।
সোমবার দুপুরে ফতুল্লার তল্লা এলাকায় এ অনুষ্ঠান আয়োজিত হয়।
যুবলীগ নেতা জানে আলম বিপ্লবের উদ্যোগে আয়োজিত এ মিলাদ, দোয়া ও নেওয়াজ বিতরন অনুষ্ঠানের উদ্ভোধন করেন নারায়নগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান।
এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়ালী খান, ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেহান শরীফ, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সামছুল হক ভূইয়া, হাজী আব্দুল
মান্নান, অ্যাড ফজলুর রহমান, এপিপি অ্যাড. আলাউদ্দিন প্রমুখ।
হাফেজ মাওলানা রেজাউল করিম অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন। দোয়া পরিচালনার পর নারায়নগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান নেওয়াজ বিতরন করেন।