বিজয় বার্তা ২৪ ডট কম
ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলাসহ দেশের ৬ উপজেলার শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে প্রধানমন্ত্রীর নিজের উপজেলা গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট, নারায়ণগঞ্জের বন্দর, নরসিংদীর পলাশ, চট্টগ্রামের বোয়ালখালী, কুমিল্লার আদর্শ সদরের শতভাগ এলাকায় বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন শেখ হাসিনা। অনুষ্ঠানে তিনি বিদ্যুৎ উৎপাদনের ব্যয়ের দিকটি তুলে ধরে সবার উদ্দেশে বলেন, “আশা করি, বিদ্যুৎ ব্যবহারে সবাই একটু মিতব্যয়ী হবেন, সাশ্রয়ী হবেন। তাতে বিলও আপনাকে কম দিতে হবে। তিনি আরও বলেন,২০২১ সালের মধ্যে বাংলাদেশের সব মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছে দিতে সরকারের লক্ষ্য অর্জনের প্রচেষ্টার অংশ হিসাবে ছয়টি উপজেলার শতভাগ মানুষ বিদ্যুৎ পেলেন। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে ৫৩৫ কোটি টাকা ব্যয়ে শতভাগ মানুষকে বিদ্যুৎ সুবিধা দেওয়ার এই কাজ হয়েছে, যার গ্রাহক সংখ্যা ২ লাখ ৩৮ হাজার ৫০ জন। ২০১৮ সালের মধ্যেই ৯৫ শতাংশ জায়গায় বিদ্যুতায়ন করতে পারবেন তারা। পল্লী বিদ্যুতায়ন বোডের মাধ্যমে প্রতি মাসে প্রায় সাড়ে তিন লাখ গ্রাহককে বিদ্যুৎ দেওয়া হচ্ছে বলে জানান তিনি। ২০২১ সালে ২৪ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ চালিয়ে ২০১৮ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ১৬-১৭ হাজার মেগাওয়াট ছাড়ানোর আশাও করছেন তিনি। এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও করফারেন্সকালে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আব্দুল ওদুদ, গোলাম রাব্বানী, গোলাম মোস্তফা বিশ্বাস, আকতার জাহান, জেলা প্রশাসক জাহিদুল ইসলামসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠানে জানানো হয়, কার্যক্রমের আওতায় ভোলাহাটের ১২৪ বর্গ কিলোমিটার এলাকায় ৫০৭ কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মানের মাধ্যমে ১৬৯টি গ্রামকে বিদ্যুতায়ন করা হয়েছে। এর মাধ্যমে ২৪ হাজার ৮’শ ৫০টি বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। এর জন্য ব্যয় হয়েছে ৭৫ কোটি টাকা।