বিজয় বার্তা ২৪ ডট কম
শনিবার বন্দর উপজেলার মদনপুর সহ আশপাশ এলাকায় চিকিৎসার নাম করে নগদ টাকা হাতিয়ে নেবার সময় জনতা তাদের ভন্ডামী ধরে ফেলে এবং জনতার হাতে গণধোলাইয়ের শিকার হন ভন্ড কবিরাজ মোঃ সালাম (৫৫) এবং তার সহযোগি তারই পুত্র মোঃ শাহ পরান (২২)। ভন্ড কবিরাজ মোঃ সালাম আড়াইহাজার উপজেলার ব্রাক্ষ্মন্দী ইউপির বৈলার কান্দী গ্রামের মৃত আশেক আলীর ছেলে বলে জানা গেছে। পরে জনতা বাপ বেটাকে বৈদ্যুতিক খুঁটির সাথে বেধে রাখে এবং এক পর্যায়ে পায়খানার যাবার কথা বলে পিছন দিয়ে পালিয়ে যায় তারা।