বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র রাজনীতিতে পূর্বের ঐতিহ্য ফিরিয়ে আনতে হলে প্রবীণ এবং নবীণ প্রজন্মের নেতৃবৃন্দের সমন্বয়ে সাংগঠনিক কাঠামো পূনর্গঠনের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটিতে পূনরায় সদস্য নির্বাচিত হওয়া নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য এড. আবুল কালাম।
গতকাল কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ এড. আবুল কালাম বিএনপির কেন্দ্রীয় কমিটিতে পূনরায় সদস্য নির্বাচিত হওয়ায় তার নিজ কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানাতে গেলে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।
এ সময় এড. কলাম কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দলের সাংগঠনিক কাঠামো পূনর্গঠন করতে হলে প্রথমেই যেসব নেতাকর্মীরা ২০০৬ সালে বিএনপি সরকার ক্ষমতা হস্তান্তরের পর থেকে আজ পর্যন্ত অত্র এলাকায় দলের দুঃসময়ে বিএনপি’র রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে ঐক্যের ডাক দিচ্ছেন তাদের বিপরীতে উক্ত সময় যারা দলের ভিতরে অনৈক্য সৃষ্টি করে নিজ স্বার্থ চরিতার্থ করার জন্য নিজেদের অনুগত অযোগ্য লোকজনকে পদ পদবী প্রদান করে নারায়ণগঞ্জ বিএনপির রাজনৈতিক ভারসাম্য নষ্ট করেছে এবং বিএনপির রাজনীতিকে রাজপথে শক্তিশালী করার পরিবর্তে একটি ঘরে বন্দী করে রেখে বিএনপির স্বনামধন্য ত্যাগী নেতাদের অবহেলা ও বিভিন্ন সময় অপমানজনক অবস্থার সামলি রেখেছিলো সেই সমস্ত স্বার্থবাজ গোষ্ঠীকে অবিলম্বে চিহ্নিত করতে হবে।
তিনি আরো বলেন, প্রবীণ এবং নবীণ প্রজন্মের নেতৃবৃন্দের সমন্বয়ে দল পূনর্গঠন করে রাজপথের আন্দোলন সংগ্রামে অংশগ্রহনকারী সর্বস্তরের ত্যাগী নেতা কর্মীদেরকে যথাযথ মূল্যায়নের আওতায় আনতে হবে। নারায়ণগঞ্জ সদর-বন্দর, সিদ্ধিরগঞ্জ এলাকার বিএনপি সমর্থিত নির্যাতিত ও ত্যগী নেতাকর্মীদের প্রত্যাশা অনুধাবন করে দল পূনর্গঠনে তাদের পদ-পদবী অগ্রধিকার বলে বিবেচনা করে তাদের যথার্থ পদ প্রদান করতে হবে।
বিএনপির সকল ত্যাগী নেতা কর্মীদেরকে দেশের এই ক্রান্তিলগ্নে ক্ষমতাসীন চলমান রাজনীতির বিপরীতে সকল ভেদাভেদ ভূলে নিজ স্বার্থের উর্ধ্বে উঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করে ভবিষ্যতে বিএনপির রাজনীতি এগিয়ে নিতে হলে নিজেদের একতীভূত হওয়া ছাড়া অন্য কোন বিকল্প রাস্তা নেই বলে জানান এড. আবুল কালাম।
কলাগাছিয়া উউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন- আবুল কাশেম (সভাপতি), হাজী হাফিজ আহমেদ শফিক (সা: সম্পাদক), আমিনুল ইসলাম (সংগঠনিক সম্পাদক), পিয়ার হোসেন (সহ- সাংগঠনিক সম্পাদক), আব্দুর রাজ্জাক ও সেলিম মিয়া (যুগ্ম সা: সম্পাদক), সাইদুর রহমান লিটন (সহ- সা: সম্পাদক), মো: রতন,, হাজ্বী আনোয়ার মুন্সি, মো: শামীম (প্রচার সম্পাদক), মো: সফিক মিয়া, হাজ্বী আনোয়ার, মো: মনির মেম্বার ও মহিউদ্দিন শিশির।