বিজয় বার্তা ২৪ ডট কম
গোপন সংবাদের ভিত্তিতে ৩’শ ১০ বোতল ফেন্সিডিল সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার দিবাগত রাত ২ টায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর তিতাস গ্যাস ফিলিং ষ্টেশন থেকে তাদের আটক করা হয়। এসয় তাদের কাছ থেকে মাদক বহনকারী একটি কভার্ডভ্যান (ঢাকা-মেট্রো ট ১১-৬৫২৭) উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, ডেমরা রাজাখালী এলাকার আব্দুল নূর চৌধুরীর ছেলে মো. জীবন চৌধুরী ওরফে জাভেদ(২৮), ফেনী পাঁচগাছিয়া এলাকার মৃত. আব্দুল মালেক’র ছেলে মো. ফারুক(২০), নড়াইল লোয়াগগ্রামের মৃত. লুৎফর রহমানের ছেলে আব্দুর রহমান ওয়াসিম(৩০)। এছাড়া মাদকব্যবসায়ীদের সাথে থাকা মাদক বহনকারী কভার্ডভ্যানের মালিক জয়(৪০) ও ড্রাইভার সবুজ(৩৫) কৌশলে পালিয়ে যায়।
এব্যাপারে সোনারগাঁ থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে বলে নারায়ণগঞ্জ জেলা গোয়ান্দা(ডিবি) পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।