নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়নগঞ্জের রূপগঞ্জে মাদক বিক্রি, ইভটিজিং ও তেল চুরির দায়ে তিন জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লোকমান হোসেন এ দন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার ব্রাম্মণগাঁও এলাকার শহিদুল্লাহ মিয়ার ছেলে নবী হোসেন (৪১), আতলাশকুর এলাকার মোশারফ হোসেনের ছেলে এনামুল হক (১৮) ও রংপুর জেলার কাউনিয়া থানার দমেরকুচি পশ্চিমপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে জাকির হোসেন (২০)।
রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজিম উদ্দিন জানান, প্রকাশ্যে মাদক বিক্রির দায়ে নবী হোসেনকে ছয় মাসের, স্কুল শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে এনামুল হককে এক মাসের ও তেল চুরির দায়ে জাকির হোসেনকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্তদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।