গাইবান্ধা,বিজয় বার্তা ২৪
২০১৪ সালের প্রথমদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা শহর গাইবান্ধা থেকে ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মিত বর্ধিত অবকাঠামো উদ্বোধন করেন। উদ্বোধনের ২ বছর অতিবাহিত হলেও ৫০ শয্যার কার্যক্রম আজও চালু হয়নি। দীর্ঘ ১ মাস পূর্বে ৫০ শয্যার বরাদ্দ পাওয়ার পরেও কার্যক্রম বন্ধ রয়েছে। ২০০৪ সালে সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপে¬ক্সের বর্ধিত ১৯ শয্যার নির্মাণ কাজ শুরু হয়। ২০০৬ সালে হালনাগাদ এ কাজ শেষ হলেও তা উদ্বোধন করা হয় ২০১৪ সালে।
জানা গেছে, ২০১৬ সালের ১ জানুয়ারী হতে বর্ধিত শয্যার কার্যক্রম চালু করার জন্য সরকারি বরাদ্দ আসে। কিন্তু কর্তৃপক্ষ আজও কার্যক্রম শুরু করেনি। এখনও বর্ধিত ১৯ শয্যার রুমে বেড বসানো হয়নি। রোগীদের ওষুধপত্রসহ যাবতীয় ব্যয়ভারের অর্থ কোন খাতে যাচ্ছে তা নিয়ে রয়েছে নানা জল্পনা কল্পনা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রশিদ মৃধা জানান, সিভিল সার্জন অফিসে বরাদ্দের চিঠি এসেছে। ১৯ শয্যা চালু করার বরাদ্দপত্র মিললেও তা আমার হস্তগত হয়নি। আমি এখনও তা পাইনি। তবে কাগজপত্রাদির আলোকে কমপে¬ক্সটির কার্যক্রম হয়েছে।