প্রেস বিজ্ঞপ্তি,বিজয় বার্তা ২৪ ডট কম
গ্যাস বিদ্যুতের মূল্য বৃদ্ধির সরকারি ষড়যন্ত্রের প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়েছে।
শুক্রবার বিকাল ৫টায় নারায়ণগঞ্জের চাষাঢ়া শহীদ মিনারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাসদ নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক নিখিল দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির জেলা সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, বাসদ নেতা আবু নাঈম খান বিপ্লব, সেলিম মাহমুদ ও সিপিবি নেতা বিমল কান্তি দাস ও শাহানারা বেগম। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিন করে।
নেতৃবৃন্দ বলেন-আবারো সরকার গ্যাস বিদ্যুতের মূল্য বৃদ্ধির পাঁয়তারা শুরু করেছে। ইতিমধ্যে গ্যাস বিষয়ে লোক দেখানো গণশুনানী করেছে। গণশুনানীর উদ্দেশ্য থাকে দাম কমানো নয়, দাম বাড়ানো। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমানোর কারনে বিদ্যুতের উৎপাদন খরচ তো আরো কমেছে। গ্যাস বিদ্যুতের উৎপাদনকারী কোন কোম্পানী লোকসানে নেই মুনাফা করছে। ফলে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর কোন যুক্তি নেই। বরং মূল্য কমানো উচিত।
দেশের মানুষ যখন মৌলবাদী-জঙ্গীবাদী হামলায় উৎকন্ঠিত, সরকার জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ, দেশবাসীর দৃষ্টি যখন ঐদিকে নিবদ্ধ তখন সা¤্রাজ্যবাদের কাছে নতজানু সরকার নিয়ম নীতি উপেক্ষা করে জ্বালানী সংক্রান্ত বিশেষ আইনে (দায়মুক্তি আইন) স্থলভাগ ও সমুদ্রের গ্যাস ব্লক মার্কিনসহ বহুজাতিক কোম্পাানীর হাতে তুলে দেয়ার চক্রান্ত করছে।
মার্কিন কোম্পানীর সাথে এলএনজির গ্যাস প্লান্টের চুক্তি করেছে। সুন্দরবন বিধ্বংসী রামপাল বিদ্যুৎ কেন্দ্রের অবকাঠামো নির্মাণের চুক্তি করেছে ভারতীয় কোম্পানীর সাথে। বাপেক্স পেট্রোবাংলা যেখানে ১০০০ ঘনফুট গ্যাস মাত্র ২৫টাকায় সরবরাহ করছে সেখানে বিদেশী কোম্পানীর কাছ থেকে ৬২৪টাকায় গ্যাস কেনার উদ্যোগ কেন? জনগন এ প্রশ্নের জবাব চায়। গ্যাস উন্নয়ন তহবিলে প্রায় ৩৫ হাজার কোটি টাকা জমা থাকার পর জাতীয় প্রতিষ্ঠান বাপেক্সের ক্ষমতা বৃদ্ধি, গ্যাস কূপ অনুসন্ধান ও উত্তোলনের কাজে সে টাকা লাগানো হচ্ছে না কেন? সরকার বাস্তবে দেশি বিদেশি লুটপাটকারীদের মুনাফার স্বার্থে গ্যাস ক্ষেত্র ইজারা দেয়া ও গ্যাস বিদ্যুতের দাম বাড়িয়ে জনগনের পকেট কাটার আয়োজনে ব্যস্ত।
নেতৃবৃন্দ গ্যাস বিদ্যুতের মূল্য বৃদ্ধির ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে সামিল হওয়ার জন্য জনগনের প্রতি উদাত্ত আহ্বান জানান।