বিজয় বার্তা ২৪ ডট কম
গত বৃহস্পতিবার রাতে বন্দর থানা পুলিশ থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক ও মারামারি মামলার ওয়ারেন্টভুক্ত ৫ আসামীকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়ে। এরা হচ্ছে পুরান বন্দর এলাকার আবদুল জলিল মিয়ার ছেলে জুয়েল(৩১),দক্ষিন কলাবাগ এলাকার রহম আলী মিয়ার ছেলে ফয়সাল প্রধাণ ওরফে আনন্দ(২০),দক্ষিণ লক্ষণখোলা এলাকার চান মিয়া সর্দারের ছেলে দেলোয়ার হোসেন(৩২),একই এলাকার মনির হোসেনের ছেলে শিপন(৩৬) ও তিনগাঁও এলাকার সেলিম গাজীর ছেলে বাবুল(২২)। ধৃতদেরকে শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।