বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার ১১ ছাত্রের হদিস নেই। গত কয়েকদিন ধরে তাদের ব্যাপারে খোঁজ-খবর নেয়ার চেষ্টা করা হলেও কোন প্রকার যোগাযোগ না থাকায় মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের সন্ধানে ব্যার্থ হয়। হদিস না পাওয়া শিক্ষার্থীর হলো জাকির হোসেনের ছেলে রায়হান হোসেন(৬ষ্ঠ শ্রেণী),চান মিয়ার ছেলে ওয়ালিদ(৬ষ্ঠ শ্রেণী),শেখ মামুনের ছেলে শেখ মাসুদ(৭ম শ্রেণী),মিজানুর রহমানের ছেলে রায়হান(৭ম শ্রেণী),শহীদুল ইসলামের ছেলে নাদিমুল ইসলাম(৭ম শ্রেণী),আউয়াল ইসলাম মোল্লার ছেলে মঞ্জুরুল ইসলাম(৮ম শ্রেণী),শাহজাহানের ছেলে শামীম(৮ম শ্রেণী),মোঃ বারেকের ছেলে মোঃ মাঈনুদ্দিন(৮ম শ্রেণী),মোঃ শফিউদ্দিনের ছেলে মোঃ আরমান(৮ম শ্রেণী),মোঃ আলী আহাম্মদের ছেলে মাহফুজ(৯ম শ্রেণী) ও মোঃ কামালের ছেলে মোঃ আরাফাত(১০ম শ্রেণী)। এ ব্যাপারে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ নুরুল হক জানান,উল্লেখিতরা অনেক দিন ধরেই মাদ্রাসায় উপস্থিত হয়না। তারা কি লেখা-পড়া ছেড়ে দিয়েছে কিনা তারও কোন সংবাদ পাওয়া যায়নি। কেননা তাদের মোবাইল ফোন গুলোতে অনেকবার কল দিয়েও বন্ধ পাওয়া যায়। তিনি আরো জানান,১১ ছাত্রের নিখোঁজের বিষয়টি লিখিতভাবে নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার,বন্দর উপজেলা শিক্ষা অফিসার,বন্দর থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন দফতরে অবহিতপত্র দাখিল করা হয়েছে।