বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে যৌতুক মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত এবং মাদক ও চুরির মামলার আসামীসহ ৬জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এরা হচ্ছে ধামগড়স্থ সোনাচড়া এলাকার ইসলাম মিয়ার ছেলে আরিফ(২৮),একরামপুর ইস্পাহানী এলাকার এক সময়কার কুখ্যাত মাদক স¤্রাট হাবিবুর রহমান হবি’র ছেলে শুক্কুর(৩২),পুরান বন্দর চৌধুরীবাড়ি এলাকার মৃত সোনা মিয়ার ছেলে জজ মিয়া(৩৭),আমিন আবাসিক এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে পাভেল(২৫),আদমপুর এলাকার রুবেল চান শেখের ছেলে রসেল(২৮) ও সোনাকান্দা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে গোলাপ হোসেন(২৫)। ধৃতদের মধ্যে আরিফ যৌতুক মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী এবং শুক্কুর ও রাসেল চুরির মামলার ও পাভেল ও জজ মিয়ার মারামারি মামলার আসামী। ধৃতদেরকে বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করে পুলিশ।