বিজয় বার্তা ২৪ ডট কম
আগামী ১৩ আগষ্ট শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেন প্রকল্প উদ্বোধন উপলক্ষ্যে মহাসড়কের দু’পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে সড়ক ও জনপদ অধিদপ্তর। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
এসয়ম মহাসড়কের পাশে গড়ে উঠা এক হাজারেরও বেশি অবৈধ স্থাপনা বুল ড্রোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, সড়ক ও জনপদ অধিদপ্তরের উপ-সচিব ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিজানুর রহমান, নারায়ণগঞ্জ সদর সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুম আলী বেগ, নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অলিউল হোসেন, উপ-বিভাগীয় প্রকৌশলী জাকির আলম, উপ-সহকারী প্রকৌশলী সোহেল মাহমুদ, নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) বদরুল আলম মোল্লা ও অন্যান্য কর্মকর্তাসহ আইনশৃংখলা বাহিনীর কর্মকর্তা ও সদস্যরা।
এদিকে উচ্ছেদ অভিযানে শিমরাইল মোড়ে বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদ না করায় এলাকাবাসী সড়ক ও জনপথ কর্মকর্তাদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করেন।
সড়ক ও জনপদ অধিদপ্তরের উপ-সচিব ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিজানুর রহমান জানায়, যাত্রবাড়ি থেকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত সাড়ে ৭ কিলোমিটার ৮ লেনের মহাসড়কটি আগামী ১৩ আগষ্ট শনিবার মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা গনভবন থেকে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে উদ্বোধন করবেন। তাই মহা সড়কের দু’পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। এর আগে অবৈধ দখলদারদেরকে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ ও মাইকিং করে অবৈধ স্থাপনা সড়িয়ে নেওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছিল। এরপরও অবৈধ দখলদাররা তাদের স্থাপনা না সড়ানোর কারনে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। তবে যেসব স্থাপনা উচ্ছেদ করা যায়নি সেগুলো পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে বলে তিনি জানান।