প্রেস বিজ্ঞপ্তি,বিজয় বার্তা ২৪ ডট কম
ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন কর্তৃক পরিচালত মোবাইল কোর্টের মাধ্যমে ধূমপান ও তামাকজাত দ্রব্য (ব্যবহার) নিয়ন্ত্রণ আইনের বাস্তবায়ন করার উদ্যোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব আবু সাঈদ এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব মামুন সরদার এর নেতৃত্বে এবং ওয়ারী থানা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিরাপত্তা বাহিনীর সহায়তায় আজ ১১ আগষ্ট ২০১৬, বৃহঃপতিবার, হাটখোলা, ওয়ারীতে (অভিশার সিনেমা হলের পাশে) অবস্থিত আকিজ কোম্পানীর গোডাউনে তামাকজাত দ্রব্য (ব্যবহার) নিয়ন্ত্রণ ভ্রাম্যামান আদালত পরিচালিত হয়। আইন অনুসারে সকল প্রকার তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচার প্রচারনা নিষিদ্ধ এবং তামাকজাত দ্রব্যের মোড়কে ছবিসহ স্বাস্থ্য সতর্ককরণ বাণী বাধ্যতামূলক। কিন্তু তামাক কোম্পানীগুলো আইনকে অবজ্ঞা করে তাদের এই সকল অবৈধ কাজ করে যাচ্ছে। পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ ও ধূমপানমুক্ত সাইনেজ ব্যবহার করার নির্দেশনা প্রদান করা হয়েছে। এরই ধারবাহিকতায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আজকের এই মোবাইলকোর্ট পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব আবু সাঈদ এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব মামুন সরদার আকিজ কোম্পানীকে ৫০০০০/- (পঞ্চাশ হাজার টাকা) জরিমান করেন এবং তাদের কেম্পানী থেকে বিভিন্ন প্রমোশনাল উপকরণ- ছাতা, ২৫ কাটুন (১৮০০শত) চায়ের কাপ, ১০টি পয়েন্ট অব সেল, লিফলেট, বিভিন্ন ডিজাইনের রঙ্গিন বিজ্ঞাপন, তামাকজাত দ্রব্যের মোড়কে ছবিসহ স্বাস্থ্য সতর্ককরণ বাণী ছাড়া সিগারেটের প্যাকেট ও জর্দার কৌটা জব্ধ করে নিয়ে আসা হয়। এবং আকিজ কোম্পনীকে ৬মাসে জন্য নোটিস করা হয় যেন আইন সকল তামাকজাত দ্রব্যের মোড়কে অবশ্যই ছবিসহ স্বাস্থ্য সতর্ককরণ বাণী থাকে। নতুবা আবার মোবাইল কোর্টের মাধ্যমে কোম্পানীকে দ্বিগুণ জরিমানা করা হবে। পরে একই এলাকায় অভিসার সিনেমা হলে মোবাইল কোর্ট এর মাধ্যমে সিনেমা হলের ম্যানেজারকে ১০০০/- (এক হাজার) টাকা জরিমানা করা হয় ধূমপানমুক্ত সাইনেজ না লাগানোর জন্য। অভিসার সিনেমা হল এলাকাতে তিন জন ধূমপায়ীকে ১০০/- করে ৩০০/- জরিমানা করা হয়। অভিসারে সিনেমা হলের এক দোকানীকে বিজ্ঞাপন প্রচারের জন্য ৫০০/- (পাঁচশত) টাকা জরিমানা করা হয় এবং দোকানে প্রদর্শিত সিগারেটের প্যাকেটগুলোকে আগুন দিয়ে পুড়ানো হয়। এবং ভবিষ্যতে আইনের প্রতি শ্রদ্ধা রাখার জন্য নোটিস করেন। সিনেমা হল একটি পাবলিক প্লেস তাই এটি আইনানুসারে ধুমপানমুক্ত রাখা নকল নাগরিকের দায়িত্ব।
উল্লেখ্য যে, ঢাকা আহ্ছানিয়া মিশন তার তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা মহানগরীকে একটি ধূমপানমুক্ত নির্মল স্বাস্থ্যকর পরিবেশের লক্ষে কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটিকর্পোরেশন এর উদ্বদ্ধুকরণের মাধ্যমে মহানগরীর দক্ষিণ সিটিকর্পোরেশন আওতাধিন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হচ্ছে।
গ্লোবাল এডাল্ট টোব্যাকো সার্ভে (গ্যাটস্) অনুসারে দেশে প্রায় ৪ কোটি ৩০ লাখ লোক ধূমপান অথবা তামাকজাত দ্রব্য ব্যবহার করছে অন্যদিকে পাবলিক প্লেস অথবা পাবলিক পরিবহণে ৪ কোটি ২০ লাখ লোক কোন বা কোন ভাবে পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে। ধূমপান নাকরেও স্বাস্থ্য ক্ষতির ঝুকি থেকে মুক্তিপাচ্ছে না অধূমপায়ী জনসাধারন। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন ২০১৩, অনুসারে তামাকজাত দ্রব্যের সকল ধরনের প্রচার প্রচারনা নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু কোম্পানীগুলো তামাকজাত দ্রব্যের অধিক উৎপাদন ও মুনাফা লাভের আশায় যুবসমাজকে ধূমপানে আকৃষ্ট করার লক্ষ্যে অভিনব কৌশলে বিজ্ঞাপন প্রচার করে যাচ্ছে।