বিজয় বার্তা ২৪ ডট কম
শিবগঞ্জে অভিযান চালিয়ে আগ্নেঅস্ত্রসহ একজনকে আটক করেছে র্যাব। চাঁপাইনবাবগঞ্জ র্যাব ৫ এর পক্ষ থেকে পাঠানো সংবাদ বিঞ্জপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল,চারটি ম্যাগজিন ও দশ রাউন্ড গুলিসহ বেনজির আলম নামে একজনকে আটক করা হয়। বেনজির শাহবাজপুর ইউনিয়নের উপর চাকপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।