বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মঈনুল হক বলেছেন, ‘সাম্প্রতিক সময়ে দেশব্যাপী যে জঙ্গী ও সন্ত্রাসী হামলা পরিচালিত হচ্ছে, তা বন্ধ করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। আপনাদের আশপাশে যদি অপরিচিত সন্দেহভাজন কেউ থেকে থাকে, তাহলে আপনারা নিকটস্থ থানায় গিয়ে তথ্য দিন। এ কাজে আপনাদের পরিচয় গোপন রাখা হবে। পাশাপাশি আমি নারায়ণগঞ্জের বাড়ির মালিকদের ভাড়াটিয়া তথ্য ফর্মের প্রতি গুরুত্ব দিতে আহবান জানাবো। আপনারা থানা থেকে ভাড়াটিয়া ফর্ম নিয়ে আপনাদের বাড়ির ভাড়াটিয়া সম্পর্কে সকল তথ্য পুলিশকে দিন। এতে করে আপনি এবং আপনার চারপাশের মানুষগুলো নিরাপদে বসবাস করতে পারবে।’
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উদ্যোগে বুধবার বিকেল ৪টায় থানা প্রাঙ্গণে ওপেন হাউস ডে-২০১৬ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পুলিশ সুপার আরো বলেন, ‘দু-একটি বিচ্ছিন্ন ঘটনায় ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি আজ প্রশ্নবিদ্ধ। তবে আমরা যদি ঐক্যবদ্ধ ভাবে কাজ করি, তাহলে খুব শীঘ্রই মানুষের মনে বিভ্রান্তি কাটিয়ে নারায়ণগঞ্জকে শান্তির নগরীতে পরিণত করা সম্ভব।’
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মঈনুল হক। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, এএসপি (অপরাধ) ফারুক হোসেন।
পিতা-মাতার প্রতি আহবান জানিয়ে মঈনুল হক বলেন, ‘আপনার সন্তান কি করছে কোথায় যাচ্ছে? একজন অভিভাবক হিসেবে অবশ্যই আপনাকে সেদিকে নজর রাখতে হবে। সে যাতে খারাপ সঙ্গে জড়িয়ে মাদকাশক্ত হয়ে না পরে, কিংবা সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে না পরে, সেদিকে খেয়াল রাখতে হবে। সমাজে যে সকল চিহ্নিত সমস্যাগুলো রয়েছে, আমরা পুলিশ প্রশাসন আপনাদের সকলকে সাথে নিয়ে সেই সমস্যা গুলো সমাধান করবো ইনশা আল্লাহ।’
সদর মডেল থানার তদন্ত ওসি আব্দুর রাজ্জাক এর সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সহ-সভাপতি গোপীনাথ দাস, এএসপি (ট্রাফিক) বদরুল আলম মোল্লা প্রমুখ মহানগরের সাধারণ সম্পাদক শিখর সরকার শিপন, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, বিকেএমইএ এর সহ-সভাপতি (অর্থ) জিএম ফারুক, বিশিষ্ট ব্যবসায়ী কাশেম জামাল, আল-জয়নাল, নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এসএম আরিফ মিহির, এএসপি (ট্রাফিক) বদরুল আলম মোল্লা প্রমুখ।