নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১০টায় বন্দর উপজেলা শিক্ষা-প্রশাসন এর উদ্যোগে র্যালি বের করা হয়। বন্দর উপজেলা সহকারি কমিশণার(ভূমি) হোসনে আরা বীণা’র নেতৃত্বে র্যালিটি বন্দর উপজেলা চত্ত্বর হতে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অন্যান্যের মধ্যে অংশ নেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল,উপজেলা কৃষি কর্মকর্তা মাঈনুদ্দিন,উপজেলা শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম,সহকারি শিক্ষা অফিসার শাহনাজ বেগম,মদনগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক আনোয়ারুল হাসানসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা,অভিভাবক-অভিভাবিকা ও শিক্ষার্থীবৃন্দ।