বিজয় বার্তা ২৪ ডট কম
আড়াইহাজারের শীর্ষ মাদক ব্যবসায়ী জাকির (৪০) ও তার স্ত্রী সুমনাকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (০৯ আগস্ট) রাত সাড়ে ৯টায় উপজেলার গোপালদী পৌরসভার উলুকান্দি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। জাকির উলুকান্দি গ্রামের মৃত শক্কুর আলীর ছেলে।
একই সঙ্গে মঙ্গলবার রাত ১০টার দিকে আড়াইহাজার থানা পুলিশের ওয়ারেন্টভূক্ত আসামি নুরুজ্জামানকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার বিশনন্দী ইউনিয়নের গাজীপুরা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, জাকির আড়াইহাজারের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের অন্যতম। তার বিরুদ্ধে আড়াইহাজার থানার এক ডজনেরও বেশি মামলা রয়েছে। তাছাড়াও ৪/৫টি মামলার ওয়ারেন্ট রয়েছে। জাকির তার বোন শিখা ও স্ত্রী সুমনাসহ একটি বিশাল চক্র দীর্ঘ দিন ধরে মাদক বিক্রি করে আসছিল।
তিনি আরো বলেন, নুরুজ্জামানের বিরুদ্ধে একটি মামলার ওয়ারেন্ট রয়েছে। এর আগে সে বিয়ারসহ গ্রেফতারও হয়েছিল।