বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে বাড়ি-ঘরে হামলা,ভাংচুর তান্ডবসহ স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৪জনকে কুপিয়ে দেড়ভরি ওজনের স্বর্ণালংকার লুটে নিয়েছে সন্ত্রাসী আরিফ,মোস্তাকিম ও রাকিম গং। মঙ্গলবার রাতে থানার কল্যান্দী এলাকায় এ ঘটনাটি ঘটে। আহতদেরকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হযেছে। এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হলে পুলিশ তদন্তে এসে ঘটনার সত্যতা পায়। অভিযোগে উল্লেখ করা হয়,কলান্দী এলাকার মকবুল হোসেনের ছেলে জাকির হোসেনের সঙ্গে পূর্ব কল্যান্দী এলাকার মৃত মফিজুল ইসলামের ছেলে আরিফ হোসেনের দীর্ঘ দিন ধরে জায়গা সংক্রান্ত বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে মঙ্গলবার দিবাগত রাত পৌণে ৮টায় আরিফ মৃত সৈয়দ আহাম্মদের ছেলে মোস্তাকিম ও রাকিমসহ আরো কয়েকজনকে নিয়ে দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে জাকিরের বাড়িতে অতর্কিত হামলা চালায়। জাকিরকে একা পেয়ে হামলাকারীরা তাকে বেদম প্রহার করে। জাকিরকে উদ্ধারে তার স্ত্রী খাদিজা(১৯),মা ফরিদা বেগম(৫০) ও ছোট ভাই জাহিদ (১৬)এগিয়ে এলে তাদেরকে কুপিয়ে গুরুতর জখম করে। আহতদের ডাক চিৎকারে আশ পাশের লোকজন ছুটে এলে হামলাকারী আরিফ,মোস্তাকিম,রাকিম গং জাকিরের গলায় থাকা ১ভরি ওজনের চেইন ও স্ত্রী’র কানে থাকা ১২ আনা ওজনের কানের দুল ছিনিয়ে নেয় এবং যাওয়ার সময় বাড়ির গেইট ভাংচুর করে। পরে উপস্থিত লোকজন আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।