নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার বন্দরে সড়ক পরিবহণ সমিতি’র মহাসচিবের গাড়িতে ধাক্কা দেয়ার অপরাধে আব্দুর রহিম(২৩) নামে এক ট্রাক চালককে আটক করেছে পুলিশ।বুধবার বিকেলে থানার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মদনপুর বাসষ্ট্যান্ড হতে তাকে আটক করা হয়। ধৃত আব্দুর রহিম সুদূর পঞ্চগড় জেলার আটওয়ারী থানাধীন রাখালদীঘি বাজার এলাকার শাহ আলমের ছেলে। ধৃতকে বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে,বাংলাদেশ সড়ক পরিবহণ সমিতি’র মহাসচিব মোঃ এনায়েতউল্লাহ বুধবার বেলা আড়াইটায় সোনারগাঁয়ের মেঘনা হতে(ঢাকা মেট্রো গ ১৩-৯০৯০ নম্বরের)প্রাইভেটকারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। বিকেল ৩টায় প্রাইভেটকারটি ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মদনপুর বাসষ্ট্যান্ড নামক স্থানে অবস্থানকালে পিছন থেকে আসা(নারায়ণগঞ্জ ট ১১-০১৪৮ নম্বরের)অপর একটি খালি ট্রাক আচমকা ধাক্কা দিলে প্রাইভেটকারটি আংশিক ক্ষতিগ্রস্থ হয়। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ট্রাকচালককে আটক করে বন্দর থানা পুলিশের হাতে সোপর্দ করে। বন্দর পুলিশ ধৃতকে বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করে।