বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লায় একাধিক মামলার আসামী চিহ্নিত ডাকাত, মাদক ব্যবসায়ী ডাকাত শাহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৯ টায় নারায়নগঞ্জ চাষাড়া রেলষ্টেশন থেকে গ্রেপ্তার করে ফতুল্লা মডেল থানা পুলিশ।
ফতুল্লা মডেল থানার এ এস আই কামরুল হাসান জানান, গ্রেপ্তারকৃত ডাকাত শাহিন দাপা ইদ্রাকপুর এলাকার মৃত সামসুল ইসলামের ছেলে। গোপন সংবাদের ভিক্তিতে মঙ্গলবার রাতে চাষাড়া রেলষ্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একাধিক ডাকাতি ও মাদক মামলা রয়েছে। বর্তমানে তার থেকে উদ্ধারকৃত মাদকের পরিমান গুনে পরে জানানো হবে।