বিজয় বার্তা ২৪ ডট কম
আদর্শনগর আহসানউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে দ্বিতীয়বারের মত নির্বাচিত হলেন যুবলীগ নেতা ও সমাজসেবক আবদুল খালেক। গত সোমবার দুপুরে নির্বাচিত অভিভাবক সদস্যসহ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আহসাউদ্দিনের সমর্থনে বিনা প্রতিদ্বন্ধিতায় আবদুল খালেক নির্বাচিত হন।
নির্বাচন অনুষ্ঠানের দায়িত্বে থাকা সদর উপজেলা শিক্ষা অফিসের একাডেমীক অফিসার আবদুল মালেকের সভাপতিত্বে এতে ভোট প্রদান করেন নবনির্বাচিত অভিভাবক সদস্য কাইয়ুম সরকার শাহিন,আশরাফুল ইসলাম জাকির,শাহজাহান মিয়া,তারেক,মহিলা সদস্য দিপা,বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ হাইসহ অন্যান্যরা।
উল্লেখ্য, কুতুবপুর ইউনিযন যুবলীগের সাধারন সম্পাদক আবদুল খালেক মুন্সীবাগ দারুল ক্বারার মাদ্রাসার শিক্ষানুরাগী সদস্যসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন।