বিজয় বার্তা ২৪ ডট কম
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ১৩ আগষ্ট শনিবার বেলা ১২ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শনিরআখড়া থেকে কাঁচপুর পর্যন্ত দেশের প্রথম ৮ লেন প্রকল্পের মহাসড়ক গনভবন থেকে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৯ আগষ্ট) দুপুরে মন্ত্রী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়নগঞ্জের সাইনবোর্ড এলাকায় সড়কটি পরিদর্শনে এসে এসব তথ্য সাংবাদিকেদের কাছে তুলে ধরেন।
এসময় তিনি বলেন, ১৩২ কোটি টাকা ব্যয়ে সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ নির্মিত এ সড়কটি দেশের প্রথম ৮লেন বিশিষ্ট সড়ক। এ সড়কটি নির্মাণ করতে সময় লেগেছে সাড়ে চার বছর। দেশে যত বড় মহাসড়ক নির্মান করা হোক না কেনো বেপরোয়া ড্রাইভিং, জনসাধারনের মানসিকতার পরিবর্তন ও সড়ক গুলো দখল মুক্ত না হলে এর সুফল জনসাধারন পাবে না বলেও জানান মন্ত্রী। আসছে কোরবানী ঈদে সড়ক ও মহাসড়কে বিনা অনুমতিতে পশুর হাট বসানোর ব্যাপারে সাংবাদিকরা জানতে চাইলে তিনি জানান, জনপ্রতিনিধিদের ভোটের চাহিদার কারনে অনেক সময় সড়কগুলো দখলমুক্ত করা যায় না। তাই তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এজন্য জনসচেতনা সৃষ্টি করতে হবে।
এসময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন, সড়ক ও জনপথ ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আ: সালাম, ঢাকা সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আলিউল হোসেন, উপ-বিভাগীয় প্রকৌশলী জাকির আলম, উপ-সহকারী প্রকৌশলী সোহেল মাহমুদ, নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) বদরুল আলম মোল্লা, সহকারী পুলিশ সুপার ’এ’ সার্কেল আব্দুল্লাহ আল মাসুদ, সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (সার্বিক) সরাফত উল্লাহ, কাঁচপুর হাইওয়ে থানার পরিদর্শক শরিফুল ইসলাম প্রমূখ।
এছাড়াও মন্ত্রী আরো বলেন, আরো কয়েকটি মহাসড়ক পর্যায়ক্রমে ৮লেনে উন্নিত করা হবে। এদিকে স্থানীয় জনসাধারন ও পুলিশ মহাসড়ক গুলোতে যাত্রীদের নিরাপত্তার জন্য ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়ন ও লোকাল বাসের জন্য পৃথক লেন করার দাবী জানান।