বিজয় বার্তা ২৪ ডট কম
বিএনপির কেন্দীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি মুহাম্মাদ গিয়াসউদ্দিনের চাচি আয়েতুন্নেছা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…………রাজিউন। বার্ধক্যজনিত কারণে সোমবার ভোর ৭ টায় ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৫ ছেলে, ৪ মেয়ে ও নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার বাদ জোহর সিদ্ধিরগঞ্জের সাইলোগেইট এলাকায় তার নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমার নামাজে জানাজায় অংশগ্রহণ করেন বিএনপির কেন্দীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি মুহাম্মাদ গিয়াসউদ্দিন, কেন্দ্রীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আব্দুল মতিন মাস্টার, কেন্দ্রীয় ওলামালীগের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুল্লা কাঁচপুরী, সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রসাশক আব্দুল মতিন প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই রাজু, সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের প্রচার সম্পাদক তাজিম বাবু, আদমজী আঞ্চলীক শ্রমিকলীগের সভাপতি সামাদ বেপারী, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন বাদল, যুবলীগ নেতা মহসিন ভূইয়া, সাইফুল ইসলাম ভূইয়া, জি এম সুমন ও হাজী ইব্রাহীম খলিল শপিং কমপ্লেক্স প্রাঃ লিঃ এর এমডি রফিকুল ইসলাম প্রমূখ।