বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, সারা দেশে বর্তমান সরকারের যে নাজুক অবস্থা নারায়ণগঞ্জে বিএনপি’র সে অবস্থা। এ পরিস্থিতি থেকে আমাদের বেড়িয়ে আসতে হবে। সে জন্য ঐক্যের কোন বিকল্প নেই। তাই বন্ধুত্বের হাত বাড়িয়ে হবে। আমি কার নেতা নই সকলে ভাই। পদ পদবীর কথা চিন্তা না করে বিএনপির জন্য কাঁধে কাঁধে মিলিয়ে এক যোগে কাজ করবো। তিনি বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হওয়ার রোববার রাত সাড়ে ৮ টায় সিদ্ধিরগঞ্জে তার নিজ বাস ভবনে বিএনপি, যুবদল, ছাত্রদল, জাসাস, তাঁতীদল নেতাকর্মীরা শুভেচ্ছা জানাতে আসলে এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক এমএ হালিম জুয়েল, সাংগঠনিক সম্পাদক মাজেদুল ইসলাম, জেলা তাঁতীদলের সাধারন সম্পাদক আকবর হোসেন, মহানগর জাসাসের যুগ্ন আহবায়ক মনজুর আহমেদ অনিক, সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের সভাপতি জাহাঙ্গীর হোসেন স্বাধীন, থানা তাঁতীদলে সভাপতি নুর মোহাম্মদ ঢালী, থানা শ্রমিক দলের সাবেক সাধারন সম্পাদক ও সিবিএ নেতা এমএ মিঠু, ইমাম হোসেন বাদল, ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলজার খান, বিএনপি নেতা আনিস সিকদার, রব আলী, জালাল হোসেন প্রধান, ২ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি হোসেন মেম্বার, যুবদলের সভাপতি ইকবাল হোসেন, সোনারগাঁ থানা যুবদলের নেতা শহিদুল ইসলাম স্বপন, আনোয়ার প্রধান, নজরুল ইসলাম স্বপন, কাউছার, মামুনুর রশিদ পাপ্পু, এমদাদ হোসেন, নাছির উদ্দিন, আনোয়ার হোসেন রবিউল ইসলাম সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময় আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিন আরো বলেন, সকল সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক ব্যবসায়ী, অস্ত্রবাজ বিরোধী একটি বিএনপি নারায়ানগঞ্জে প্রতিষ্ঠা করতে চাই। সুন্দর রাজনৈতিক ক্ষেত্র তৈরি করতে সকল নেতাকর্মীদের নিয়ে ঐক্য করতে হবে। ঐক্য করতে গেলে অনেক বাধার মধ্যে পড়তে হয়ে। আমি আশা করবো এ ভূলটা এখন আর নেতারা করবেনা। বেগম জিয়ার একটি শক্তিশালী বিএনপি নারায়ণগঞ্জে দেখতে চায়। তাই আমাদের সকলে মিলে একটি শক্তিশালী দল হিসাবে বিএনপিকে নারায়ণগঞ্জে দাড় করাতে হবে। খালেদা জিয়া ও তারেক রহমান যে লক্ষ্যে এ কমিটি দিয়েছে তা আমাদের সকল নেতাকর্মীরা জানে। তা বাস্তবায়ণে আমাদের ঐক্যের ভিত্তিতে কাজ করতে হবে।