বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে মাসুম(৪৫)নামে এক ইয়াবা ব্যবসায়ীকে হোন্ডা চুরির মামলায় চালান করেছে পুলিশ। শনিবার দুপুরে সন্দেহভাজন আসামী হিসেবে তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। ধৃত মাসুম থানার সালেহনগর এলাকার মৃত ছবির প্রধাণের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,মাসুম ও তার ছেলে হৃদয় এরা উভয়েই চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘ দিন ধরে বিপথগামী এ পিতা-পুত্র মাদকের রমরমা বানিজ্য চালিয়ে আসছিল। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাসুমকে গ্রেফতার করলেও পালাতে সক্ষম হয় তার পুত্র হৃদয়।