বিজয় বার্তা ২৪ ডট কম
শহরের নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গনে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল (বামাকা) নারায়ণগঞ্জ মহানগর শাখার আয়োজনে শান্তিপূর্ণ প্রতিবাদী মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
দেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ও ঘটতে থাকা বিভিন্ন জঙ্গী হামলা,সন্ত্রাস,দূর্ণীতি,হত্যা,গুম,শিশু নির্যাতন ও বিচার বহির্ভূত হত্যাকান্ডের প্রতিবাদে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি কাজী মোঃ মহসিনের সভাপতিত্বে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বামাকা জেলা শাখার সাধারণ সম্পাদক এড.সাহিদুল ইসলাম টিটু, আইন বিষয়ক সম্পাদক এড.শম্ভুনাথ সাহা সৈকত,শিক্ষা বিষয়ক সম্পাদক এড.আবুল হাশেম হাসান, নারায়ণগঞ্জ মহানগরের সহ সভাপতি মোঃ খায়েরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল আহম্মেদ রিপন,সহ সাধারন সম্পাদক মোঃ মামুন হাসান লিটন, আইন বিষয়ক সম্পাদক এড. মোঃ মোখলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হাছান বাপ্পি, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক শেখ মহিউদ্দিন খোকন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম খান, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ফিরোজ মিয়া ও মহসিন আহমেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবু নাসের মোঃ সায়েম, বন্দর থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ সাব্বির আহমেদ সেন্টু, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পূনর্বাসন সোসাইটির ফতুল্লা যুব কমান্ডের সভাপতি মানবাধিকার কর্মী মোঃ সেলিম আহমেদ,সিকদার আবদুল মালেক উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ মিরাজ-উন-নবী,দৈনিক রুদ্রবার্তার স্টাফ রিপোর্টার শেখ আরিফুল ইসলাম আরিফ প্রমুথ।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রোটাঃ মোঃ মিজানুর রহমান খোকন, সহ সাধারণ সম্পাদক আব্দুস সালাম ভূঁইয়া, প্রচার সম্পাদক মোঃ আবু ওয়াহিদ খান হিমেল, মহানগরের সহ সভাপতি মীর সৈয়দ আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক এ.এফ.এম.কামরুজ্জামান কামরুল, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ ফাহিম আহমেদ রাজ, সহ সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ মিন্টু, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ শাহজাহান মাতব্বর, সহ প্রচার সম্পাদক মোঃ সোহেল ইসলাম ও এস.এম জনি, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু সালেহ মোঃ শাহ্নেওয়াজ সবুজ সহ সংগঠনের অনেক মানবাধিকার কর্মীবৃন্দ।
উক্ত শান্তিপূর্ণ প্রতিবাদী মানব বন্ধনের সাথে সংহতি প্রকাশ করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুম, বাংলাদেশ মানবাধিকার ব্যুরো নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এড.রেজাউল করিম খান রেজা, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা নারায়ণগঞ্জ জেলার সভাপতি এড. মোঃ জাকির হোসেন,সাংস্কৃতিক জোট নারায়ণগঞ্জের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল,নারায়ণগঞ্জ জেলা নাট্য সংস্থার সাধারণ সম্পাদক মীর আনোয়ার হোসেন, আটা ময়দা মিল মালিক সমিতির সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুল মতিন মন্টু প্রমূখ।
মানব বন্ধনে বক্তারা দেশে সাম্প্রতিক সময়ে সংগঠিত সকল জঙ্গী হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। সেই সাথে সকল জঙ্গী হামলার মদদ দাতাদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান। পাশাপাশি দেশের সকল মানুষকে জঙ্গীবাদ,সন্ত্রাস,হত্যা,খুন,গুম,দূর্ণীতি ও শিশু নির্যাতনের বিরুদ্ধে দল মত নির্বিশেষে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং জঙ্গী নির্মূলে সরকারের গৃহিত বাস্তব পদক্ষেপের সাথে বাংরাদেশ মানবাধিকার কাউন্সিল সব ধরনের সহায়তা প্রদানে সব সময় প্রস্তুত আছে এবং থাকবে বলে উল্লেখ করেন। মানব বন্ধন ও আলোচনা সভা সঞ্চালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক এম.আর.হায়দার রানা।