বিজয় বার্তা ২৪ ডেস্ক
মঙ্গলবার চ্যানেল ২৪ টেলিভিশনের হাউজ ওয়াইভস নামে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মিসেস শাহিদা ইসলাম গিনি। এই প্রোগ্রামটিতে বিভিন্ন মহল থেকে সমাজের উচু স্থরের কিছু হাউজ ওয়াইফকে আমন্ত্রন জানালে তারা উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয় এবং সেখানে একটি পরিবারের নানান কর্ম ভিত্তিক আলোচনা হয়। অনুষ্ঠানে মুল ভাষ্য ছিল মানুষ কেন হাসে একজন মানুষের জীবনে হাসির কতটুকু প্রয়োজন। দিনে অনন্তত ১০বার হাসুন হাসলে হার্টের ব্যায়ম হয়,শরিলের ব্যায়াম হয় পাশাপাশি একটি পরিবারের একজন হাউজ ওয়াইভ এর কতটুকু দায়িত্ব তাদের করনীয় ও তাদের প্রতি ঐ পরিবারের কতটুকু গুরুত্ব থাকবে এ নিয়েই এই ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠানটি তৈরী করেন চ্যানেল ২৪ টেলিভিশন কর্তৃপক্ষ। উপস্থাপনায় ছিলেন কোডা স্কুলের শিক্ষীকা মিস নন্দনী। এ বিষয়ে সাহিদা ইসলাম নাঃগঞ্জ প্রতিদিন কে জানান এই ধরনের মহতি অনুষ্ঠান শুধু চ্যানেল ২৪ এই নয় দেশের সকল চ্যানেল গুলোতেই এ সকল অনুষ্ঠান হওয়া উচিত বলে তিনি মনে করেন। সেই সাথে চ্যানল ২৪ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। উল্লেখ্য মিসেস সাহিদা ইসলাম বাংলাদেশ সংবাদ সংস্থার চীফ কনসালট্যান্ট খন্দকার মহিতুল ইসলামের সহ ধর্মিনী ও দৈনিক অপরাধ রিপোর্ট পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মাসুদুর রহমান দিপুর মেঝ বোন।