বিজয় বার্তা ২৪ ডেস্ক
বাংলাদেশ জাতীয় বধির সংস্থার অন্যতম প্রকল্প “নরসিংদী জেলা মূক ও বধির স্কুলটি” নিজস্ব জমিতে (উন্নয়নপূর্বক) স্থানান্তর করার জন্য স্কুলের সভাপতি ও জেলা প্রশাসক, নরসিংদী জনাব আবু হেনা মোর্শেদ জামানের নিকট মং- ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকার অনুদান প্রদান করেন বাংলাদেশ জাতীয় বধির সংস্থার চেয়ারম্যান এ্যাডঃ তৈমূর আলম খন্দকার। ০২/০২/২০১৬ ইং জেলা প্রশাসক, নরসিংদীর সম্মেলন কক্ষে স্কুল উন্নয়ন সম্পর্কীত সভায় মিলিত হয়ে এ্যাডঃ তৈমূর আলম খন্দকার উক্ত অনুদান প্রদান করে বলেন যে, বাংলাদেশের ২৪টি জেলায় সংস্থার পক্ষ থেকে বধির স্কুল এবং ৪৭টি জেলা পুনর্বাসন প্রকল্প চালু রয়েছে। আমরা পর্যায়ক্রমে প্রতি জেলায় নিজস্ব জমিতে স্কুল নির্মাণ করে তাদের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য যাবতীয় পদক্ষেপ নেয়া হয়েছে। তাছাড়াও ঢাকা বধির হাই স্কুলকে কলেজে উন্নীত এবং ঢাকায় ছাত্রদের জন্য হোষ্টেল থাকলেও ছাত্রী হোষ্টেল নাই বিধায় ২০১৬ ইং সালেই ছাত্রী হোষ্টেল চালু করা হবে। এ্যাডঃ তৈমূর আলম খন্দকার আরো বলেন যে, ঢাকায় লালবাগে জাতীয় বধির কমপ্লেক্স ও একটি জাতীয় বধির হাসপাতাল স্থাপনের পদক্ষেপের পাশাপাশি জেলা পর্যায়ে স্থপিত স্কুলগুলির অনুদান বৃদ্ধি করা হয়েছে।
জেলা প্রশাসক জনাব আবু হেনা মোর্শেদ জামান বলেন যে, সমাজের অবহেলিত জন গোষ্টিকে পুনর্বাসন ও যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলে মূলধারায় নিয়ে আসার জন্য বাংলাদেশ জাতীয় বধির সংস্থাকে ধন্যবাদ জ্ঞাপন করে স্কুল উন্নয়নের জন্য নরসিংদী ফাউন্ডেশন থেকে নগদ ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা ও টি.আর. থেকে ৫(পাঁচ) টন চাউল বরাদ্দের ঘোষণা দিয়ে স্কুলটির উন্নয়নের জন্য সংস্থার চেয়ারম্যান ও নরসিংদী জেলার দানশীল ব্যক্তিদের নিকট সহযোগীতা কামনা করেন। উল্লেখ্য, লালবাগ কমপ্লেক্স স্থাপনের জন্য এক একর এবং স্কুল ও পুনর্বাসন প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের বাংলাদেশ জাতীয় বধির সংস্থা ২০০৬ ইং সালে তৎকালিন মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদনে গণপ্রজাতন্ত্রী সরকার থেকে প্রতিকী মূল্যে ক্রয় করে। স্কুলটির সর্বাতœক উন্নয়নের জন্য জেলা প্রশাসক সহ নরসিংদী বাসিদের এগিয়ে আসার জন্য এ্যাডঃ তৈমূর আলম খন্দকার সকলকে সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।