বিজয় বার্তা ২৪ ডট কম
র্যাব-১১ ও ফতুল্লা মডেল থানা পুলিশ গত ২৪ ঘন্টায় মাদকের পৃথকভাবে বিশেষ অভিযান চালিয়ে বিয়ার-গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ ১১ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, এসআই মিজানের নেতৃত্বে বৃহস্পতিবার ভোরে (৪ আগস্ট) রাতে বক্তাবলী কানাই নগর এলাকায় গোপন সংবাদের ভিক্তিতে মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এ অভিযানে ১শ’ ৪৪ ক্যান বিয়ারসহ মায়া বেগম (২৮) নামের মহিলা মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। মায়া বেগম কানাই নগর এলাকার নাজমুল হোসেনের স্ত্রী। পুলিশ জানায়, অভিযানের টের পেয়ে স্বামী নাজমুল পালিয়ে যায়।
অপর অভিযানে দাপাইদ্রাকপুর এলাকা হতে ১শ’ ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এরা হলো সাগরের ছেলে রুবেল (৩০), মৃত কাজল মিয়ার ছেলে জাকির (২৫), মৃত ফরমা আলীর ছেলে মোস্তফা (২৫), সোহারাবের ছেলে হান্ড্রেডবাবু (৩০)।
অপরদিকে, ফাজেলপুর এলাকায় বৃহস্পতিবার (৪ আগস্ট) ভোর ৫টায় মাদকের বিশেষ অভিযান চালায়। এ অভিযানে ১শ’ ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক সম্রাট সাইদুর রহমান (৩৫) ও তার সহযোগি পলাশ(৩০), দস্তগীর(২৫), রহমান(৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। সাইদুর রহমান ফাজেলপুর এলাকার মোসলেম মিয়ার ছেলে, একই এলাকার মৃত আবুল বাশার মিলনের ছেলে পলাশ, সোলেমানের ছেলে দস্তগীর।
এদিকে এনায়েত নগর ইউনিয়নের আমতলা এলাকার প্রেম রোডস্থ ফরিদা বেগমের বাসায় ফতুল্লা মডেল থানা পুলিশ বুধবার (৩ আগস্ট) রাতে অভিযান চালায়। এ অভিযানে ১কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা ফরিদা বেগম(৪৫),মো.দেলোয়ার হোসেন (৩৫)কে গ্রেপ্তার করেছেন। ফরিদা ঐ এলাকার মৃত আবুল হোসেনের স্ত্রী মো.দেলোয়ার হোসেন একই এলাকার মৃত আব্দুল লতিফ মিয়ার ছেলে।
এ ছাড়াও র্যাব-১১ মুন্সীগঞ্জ ক্যাম্পের সদস্যরা ফতুল্লার বক্তাবলী রামনগর এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী রহিম বাদশা(৪২)কে গ্রেফতার করে এবং ১৩‘শ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। গ্রেফতারকৃত রহিম বাদশা রামনগরের মৃত সমেদ আলীর ছেলে।