নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্কুল ছাত্র মোরছালিন হত্যা মামলার স্থায়ী জামিন পেলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন ও তার ৩ ছেলে। বুধবার সকালে নারায়ণগঞ্জ জেলা দায়রা জজ এনায়েত হোসেনর আদালতে হাজির হয়ে স্থায়ী জামিন চাইলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। আসামী পক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন ও তার তিন ছেলে আদালতে হাজির হয়ে স্থায়ী জামিন চাইলে আদালত তাদের স্থায়ী জামিন দেন।
তিনি আরো বলেন, এ মামলায় সাবেক এমপি গিয়াস ও তার ৩ ছেলেকে জড়ানো হয়েছে শুধুমাত্র হয়রানি করানোর জন্য, ইতিমধ্যে আদালতে মোরছালিন হত্যা কিভাবে হয়েছে, কারা করেছে সে বিষয়ে ১৬৪ ধারায় জবান বন্দি দিয়েছে।