বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এড. তাইজুউদ্দিন এর মৃত্যুতে শোকসভার আয়োজন করেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভবনে এই শোক সভা অনুষ্ঠিত হয় ।
এ সময়ে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি আনিছুর রহমান দিপু সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাবেক পিপি এড আসাদুজ্জামান, সাবেক পিপি এড. হুমায়ুন কবির. আইনজীবী সমিতির সাবেক সহ সভাপতি এড মাসুদুর রহমান, সিনিয়র সদস্য রমজান আলী, সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব, সহ সভাপতি এস এম আব্দুল করিম, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস জুয়েল, যুগ্ম সম্পাদক মুহাম্মদ মোহসীন মিয়া, কোষাধ্যক্ষ মো. সোহেল মিয়া, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আনোয়ার প্রধান অন্যান্য সদস্যরা হলেন শারমিন আক্তার, রাজিয়া আমিন কানচি।
সভাপতি বক্তব্যে আনিছুর রহমান দিপু বলেন, মরহুম তাইজুউদ্দিন আহমেদ বারের এডভোকেট ও নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সিনিয়র সদস্য ছিলেন । তার এই অকাল মৃত্যুতে আমরা নারায়ণগঞ্জ আইনজীবীগন একজন ভাল মনের মানুষকে হারালাম।মরহুম এড. তাইজুউদ্দিন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একজন মানুষ ছিলেন। কোন ব্যক্তি যদি বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের নিয়ে কোন রকম সমালোচনা করে তাহলে সে কঠোর ভাষার মাধ্যমে এর জবাব দিতেন। তার এই অকাল মৃত্যুতে আমরা আইনজীবী সমিতির পক্ষ থেকে গভীরভাবে শোক প্রকাশ করছি এবং মরহুম এড. তাইজুউদ্দিন এর শোকাহত পরিবারকে সমবেদনা জানাচ্ছি।
শোক সভা শেষে মরহুম এড. তাইজুউদ্দিন এর স্ত্রী এড.হাসান ফেরদৌস জুয়েল বেগমের হাতে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকার চেক তুলে দেন এবং মরহুম এড. তাইজুউদ্দিন এর বিদেহী আত্মার মাগফিরাতের জন্য বিশেষ মোনাজাত পরিবেশন করেন ।