বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার তল্লা ছোট মসজিদ এলাকা থেকে নুরে আলম আবিদ (২০) নামে এক প্রতিবন্ধি যুবক গত এক সপ্তাহ যাবৎ নিখোঁজ রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সে গত ২৮ জুলাই বৃহস্পতিবার তার বাবা বশির উদ্দিনের সাথে মসজিদে ফজর নামাজ আদায় করে বের হয়ে অদ্যবধি বাড়ি ফিরে আসেনি। এব্যাপারে তার বাবা বশির উদ্দিন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি সাধারন ডায়েরী অর্ন্তভুক্ত করেছে। যার নং- ২১ তাং-০১/০৮/১৬ইং।
নিখোঁজ আবিদের বাবা জানায়, আমার প্রতিবন্ধি মেঝ ছেলে নুরে আলম আবিদ গত ২৮ জুলাই বৃহস্পতিবার তল্লা ছোট জামে মসজিদে ফজর নামাজ পরিয়া মসজিদ হইতে বাড়ীর উদ্দেশ্যে বের হয়ে অদ্যবদি বাড়ী ফিরে আসে নাই। তার গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফুট। তার পড়নে ছিল নেভী বেগুনী রংয়ের পাঞ্জাবী এবং চেক পায়জামা। তাকে সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করিয়া কোথাও তার সন্ধান না পেয়ে আমরা ব্যকুল হয়ে পরেছি এবং তার মা নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে সন্তানের জন্য পাগল প্রায়। যদি কোন সুহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান তবে আমার মোবাইল নাম্বারে (০১৮১২-২৪৫১৮০) অথবা ফতুল্লা মডেল থানায় জানালে চির কৃতজ্ঞ থাকিবো।