বিজয় বার্তা ২৪ ডট কম
জামায়াতের সঙ্গে বিএনপির সম্পর্কচ্ছেদ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদের বক্তব্যকে তার ‘ব্যক্তিগত মত’ হিসেবে অভিহিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে আলোচনা সভায় এমাজউদ্দীন বলেন, ‘দেশের যে অবস্থা, তাতে জাতীয় ঐক্য করতে একটি রাজনৈতিক দলই বড় প্রতিবন্ধকতা বলে মনে হয়। জনগণের যে বিরোধী দল সেই দলের নেত্রী বেগম খালেদা জিয়া তো সিদ্ধান্ত নিয়েছেন ২০ দলের মধ্যে এই দলটিকে আর ওইভাবে রাখার কোনো প্রয়োজন নেই।’
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এই বক্তব্যের বিষয়ে প্রশ্নের জবাবে বলেন, ‘জামায়াত নিয়ে এমাজউদ্দীন আহমদ যে বক্তব্য দিয়েছেন তা তার ব্যক্তিগত মতামত। তা ছাড়া তিনি ওই বক্তব্যের পর এই বিষয়ে গণমাধ্যমের কাছে বিবৃতিও দিয়েছেন।’
ফখরুল বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জাতীয় দায়িত্ববোধ থেকে বাস্তবতার প্রেক্ষিতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রাথমিক আলোচনা চলছে। ফলপ্রসূ হলে জানতে পারবেন।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম, আবদুল আওয়াল খান প্রমুখ।