বিজয় বার্তা ২৪ ডট কম
ইসলাম কখনো জঙ্গীবাদকে সমর্থন করেনা। যারা ইসলামের দোহাই দিয়ে জঙ্গি কার্যক্রম পরিচালনা করছে তাদের কখনো ক্ষমা হবে না। একাত্তর সালে যেভাবে পাকিস্তানিদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছিলাম, তেমনি জঙ্গীবাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করতে হবে। সোমবার (১ আগষ্ট) ফতুল্লার পাইলট উচ্চ বিদ্যালয়ের মানব বন্ধনে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসব কথা বলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন।
সারা দেশে গত সোমবার সকালে বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা মানব বন্ধন কর্মসুচী পালনের অংশ হিসেবে সোমবার সকাল ১১টায় পাইলট উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে মানব বন্ধনের আয়োজন করা হয়
মানব বন্ধনে বিদ্যালয়ের প্রায় ১২’শ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। প্রধান শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, তোমরা প্রকৃত ইসলাম নিয়ে পড়াশোনা বেশি করবে। পিতা-মাতাকে সম্মান করবে। জঙ্গীবাদ একটি ভ্রান্ত মতবাদ, এটি সব ছাত্র-ছাত্রী মনে রাখতে হবে।
এ ছাড়াও ফতুল্লার দাপা-ইদ্রাকপুরের ক্যালিক্স প্রি-ক্যাডেট স্কুলে কয়েকশত শিক্ষার্থী স্টেশন এলাকায় মানব বন্ধন কর্মসূচীতে অংশ নেয়। স্কুলের পরিচালক মতিনুল ইসলামের নেতৃত্বে এ মানবন্ধন কর্মসূচীতে সকল শিক্ষকমন্ডলী অংশ নেয়। অপরদিকে মুসলিমনগর হাজী আঃ কাদের-কাজী আঃ মজিদ উচ্চ বিদ্যালয়ের। বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম ইব্রাহিমের উপস্থিতীতে মানব বন্ধনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য দ্বীন মোহাম্মদ, বাদশা মিয়া, বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা মন্ডলী উপস্থিত ছিলেন।