বিজয় বার্তা ২৪ ডট কম
সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের জঙ্গি ও সন্ত্রাস বিরোধী কর্মসূচি’ অংশ হিসেবে বন্দরের মদনপুরস্থ নাজিম উদ্দিন ভূইয়া বিশ্ববিদ্যালয় কলেজে জঙ্গি ও সন্ত্রাসী কর্মকন্ডের বিরুদ্ধে শপদ নিয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে শহীদ মিনারে এ শপদ বাক্য পাঠ করান নাজিম উদ্দিন ভূইয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ এম এম আনোয়ার হোসেন।
এরআগে, কলেজ অধ্যক্ষ এম এম আনোয়ার হোসেনের সভাপতিত্বে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডি’র সভাপতি ও জেলা আওয়ামীলীগ নেতা আরজু রহমান ভূইয়া, গভর্নিং বডি’র সদস্য মোঃ নাজিম উদ্দিনসহ অন্যান্য সদস্যরা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক মোঃ মিজানুর রহমান, জাকির হোসেন, মোঃ সামসুল হক, নবুল চন্দ্র মিত্র, নিজাম উদ্দিন চৌধুরী, ইয়াসমিন আরা, আব্দুল হান্নান খান, আব্দুল আউয়াল, মাসুদ পারভেজ ও আক্তার জাহান প্রমূখসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ, কলেজের প্রভাষক/প্রভাষিকা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীরাবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি কলেজ গভর্নিং বডি’র সভাপতি ও জেলা আওয়ামীলীগ নেতা আরজু রহমান ভূইয়া কলেজ ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, আমাদের সকলের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ গড়ে তুলতে হবে। আজ আমাদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ না থাকায় জঙ্গীবাদ ও সন্ত্রাস সৃষ্টি হচ্ছে। তাই সকলের মধ্যে দেশ প্রেম থাকতে হবে। মনে রাখতে হবে, আমরা মাকে যেমন ভালবাসি, দেশকেও আমাদের সকলের ভালবাসতে হবে। দেশও আমাদের সকলের মা। এছাড়া ছাত্র-ছাত্রীদের বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আদর্শে অনুপ্রেরনা নিয়ে দেশ ও মানুষের কল্যানের কাজ করার আহবান জানান জেলা আওয়ামীলীগ নেতা আরজু রহমান ভূইয়া।