বিজয় বার্তা ২৪ ডট কম
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আইনমন্ত্রী আনিসুল হককে নিয়ে কটূক্তি করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের প্রভাষক শিবলী ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে নাম প্রকাশ না করার শর্তে এক সিন্ডিকেট সদস্য এ কথা জানান।
তিনি আরো জানান, এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিনকে আহ্বায়ক এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. ফয়জার রহমান ও সিন্ডিকেট সদস্য অ্যাডভোকেট ইব্রাহিমকে সদস্য করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২৫ জুলাই আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সিনিয়র সচিব তৈয়বুল হাসান স্বাক্ষরিত এক চিঠি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর পাঠানো হয়।
ওই শিক্ষক গত ১৩ জুলাই তার ফেসবুক অ্যাকাউন্টে আইনমন্ত্রী আনিসুল হককে নিয়ে একটি পোস্ট দেন বলে চিঠিতে জানানো হয়। চিঠি থেকে ওই শিক্ষকের দেওয়া পোস্টটি পোস্ট হুবহু পাঠকদের জন্য দেওয়া হলো-
`How can a Law minister urge to the judges u should not grant bail? Stupidly at its pick. I previously thought there is only one nonsence in the ministry of law justice and perliamentary affairs but it is matter a great regret a prominent Lawyer like Anisul Haq will place himself in the similar footing.`
চিঠিতে বলা হয়, বিষয়টি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় তথা সরকারের ভাবমূর্তির পরিপন্থী। মাননীয় মন্ত্রী মহোদয় কোন প্রেক্ষাপটে কী বক্তব্য দিয়েছেন তা সম্পর্কে শিবলী ইসলাম কোনো ব্যাখ্যা প্রদান করেননি। ফেসবুকের মতো একটি জনপ্রিয় সামাজিক মাধ্যমে উপরোক্ত মানহানিকর বক্তব্য প্রকাশ করায় তা অনেকেই পাঠ করেছেন। ফেসবুকে একজন শিক্ষকের এ ধরনের পোস্ট প্রকাশ করা জঙ্গিবাদ বিস্তারে সহায়ক ও রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ। ইচ্ছাকৃতভাবে এরূপ মানহানিকর বক্তব্য প্রকাশ করায় তা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ সালের ৫৭ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
চিঠিতে শিবলী ইসলামের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় আইনে ব্যবস্থা গ্রহণ করে আইন ও বিচার বিভাগকে অবহিত করার জন্য বলা হয়।
এ অভিযোগের ভিত্তিতে সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় প্রভাষক শিবলী ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।