বিজয় বার্তা ২৪ ডট কম
দেশের রাজনৈতিক দলগুলোর ২০১৫ সালের আয়-ব্যয়ের হিসাব আগামী ৩১ জুলাইয়ের মধ্যে জমা দেওয়ার সময়সীমা বেধে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত সময়ে হিসাব জমা দিতে না পারায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, বিএনপিসহ ১০টি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের (ইসি) কাছে সময় চেয়েছে।
রোববার এ বিষয়ে ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান বলেন, ‘আয় ব্যয়ের হিসাব জমা দেওয়ার শেষ দিন ছিল ৩১ জুলাই। ইসির নিবন্ধনে থাকা ৪০টি দলের মধ্যে ৩০টি রাজনৈতিক দল তাদের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে। বাকি ১০টি দল হিসাব জমা দেওয়ার জন্য অতিরিক্ত সময় চেয়ে ইসির কাছে আবেদন করেছে।’ অতিরিক্ত সময়ের বিষয়টি এখন কমিশন দেখবে বলে জানান তিনি।
ইসি সূত্রে জানা গেছে, ২০১৫ সালের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার ব্যাপারে আওয়ামী লীগ, বিএনপিসহ ১০টি রাজনৈতিক দল সময় চেয়ে ইসিতে আবেদন করছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বিকল্প ধারা বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট ( বিএনএফ)।
নির্ধারিত সময়ে মধ্যে আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে ৩০টি রাজনৈতিক দল। এগুলো হচ্ছে এলডিপি, জেপি, সাম্যবাদী দল, কৃষক শ্রমিক জনতা লীগ, সিপিবি, গণতান্ত্রিক পার্টি, ন্যাপ, ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি, জাসদ, জাকের পার্টি, তরিকত ফেডারেশন, বাংলাদেশ খেলাফত আন্দোলন, মুসলীম লীগ, গণফোরাম, গণফ্রন্ট, পিডিপি, ন্যাপ বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় পার্টি, ইসলামী ফ্রন্ট, কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত মসলিশ, ইসলামী আন্দোলন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, জাগপা, বিল্পবী ওয়ার্কার্স পার্টি, খেলাফত মসলিশ, বিএমএল ও মুক্তিজোট।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ১৯৭২-এর ৯০-এইচ (১) (সি) ধারা অনুযায়ী নিবন্ধিত কোনো দল যদি পরপর তিন বছর কমিশনে আয়-ব্যয়ের তথ্য দিতে ব্যর্থ হয় তবে সে দলের নিবন্ধন বাতিল করতে পারবে নির্বাচন কমিশন।