বিজয় বার্তা ২৪ ডট কম
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ঘোষণা অনুযায়ী দেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসার ম্যানেজিং কমিটি, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের অংশগ্রহনে চলমাল জঙ্গী ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের সর্বস্তরের সকলকে সচেতন করার লক্ষ্যে সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানব বন্ধনের যে কর্মসূচি হাতে নেওয়া হয়, তার সাথে একাত্বতা পোষণ করে স্কুলের সন্নিকটে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে শান্তিপূর্ণভাবে মানববন্ধন করেছে সোনারগাঁয়ের কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়। এ দিন অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবকবৃন্দ, প্রধান শিক্ষক শহীদুল ইসলাম মজুমদার, সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, সকল শ্রেণীর শিক্ষার্থী সহ প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত সকলে সমবেত হয়ে মানববন্ধনে স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে বলে খবর পাওয়া গেছে। গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার মাসপূর্তিতে জঙ্গিবাদের বিরুদ্ধে গণপ্রতিরোধের ডাক আসার পাশাপাশি ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন’ ‘দেশের মানুষ শান্তি পাক, জঙ্গীবাদ নিপাত যাক’, ‘জঙ্গীমুক্ত বাংলাদেশ চাই’ শ্লোগানকে প্রতিপাদ্য রেখে এ মানববন্ধন সম্পন্ন হয়।