প্রেসি বিজ্ঞপ্তি,বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজটি সিদ্ধিরগঞ্জ থানার পাঠানটুলী এলাকায় অবস্থিত। স্কুলটিতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী বিভিন্ন ট্রেডে পড়াশোনা করে। জে.এস.সি পাশ করার পর জানুয়ারী ২০১৬ইং সালে যেসব শিক্ষার্থী উক্ত প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে চলতি বছরের জুন মাসে তাদের মিড টার্ম পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় যেসব শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি প্রতিষ্ঠানে অধ্যক্ষ তাদের পড়াশোনা বন্ধ রেখে পুনরায় ২০১৭ সালে ভর্তির পরামর্শ দেয়। এ ব্যাপারে উক্ত শিক্ষার্থীর অভিভাবকবৃন্দ অধ্যক্ষের সাথে কথা বলতে গেলে অধ্যক্ষ তাদের সঙ্গে অসদাচরন ও দুর্ব্যবহার করে এবং বলেন আপনার সন্তান দায়িত্ব আপনারা বহন করেন।
এমতাবস্থায় অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের শিক্ষাজীবন অনিশ্চয়তার মধ্যে পড়েছে। বছরের এই মধ্যবর্তী সময়ে উক্ত শিক্ষার্থীরা কোথায় যাবে কিভাবে কোন প্রতিষ্ঠানে ভর্তি হবে তার কোন নিশ্চয়তা নেই। এমনকি প্রতিষ্ঠানের অধ্যক্ষের কাছে টি.সি. চাওয়া হলে টি.সি. দেয়ার নিয়ম নেই বলে তিনি দায়িত্ব এড়িয়ে যান। বিষয়টি ০১/০৮/২০১৬ইং তারিখে অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মহোদয়কে লিখিতভাবে জানানো হয়েছে। এমতাবস্থায় উক্ত শিক্ষার্থীদের শিক্ষাজীবন রক্ষার্থে সাংবাদিক মহল ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
তানভীর হোসেন হিমেল
শিক্ষার্থী
নারায়ণগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ