বিজয় বার্তা ২৪ ডট কম
সোমবার (১লা আগষ্ট) সারাদেশের ন্যায় ফতুল্লার বিভিন্ন স্কুল ও মাদ্রসাগুলোতে সন্ত্রাস ও জঙ্গীবাদের প্রতিবাদে মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে শিক্ষার্থীরা গুলশান ও সোলাকিয়া সন্ত্রাস ও জঙ্গী হামলার তীব্র নিন্দ্রা ও প্রতিবাদ জানায়। তারা বলেন, বিদ্যাপীঠ হচ্ছে মানুষ গড়ার প্রতিষ্ঠান, কিন্তু আমরা দেখছি এই প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী এমনকি শিক্ষকও জঙ্গী সংগঠনের সাথে যুক্ত রয়েছেন। এতে আমরা সত্যিই হতাশ হয়েছি।
তারা আরো বলেন, পবিত্র কোর আনে ষ্পষ্ট ভাষায় লিখা আছে “যদি কোন মানুষ বিনা কারণে কোন মানুষকে হত্যা করলো, সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো” তাই কিছু পথভ্রষ্ট মানুষ শান্তির ধর্ম ইসলামকে কুলশিত করার চেষ্ঠা করছে। ইসলাম ধর্ম অনুসারীরা যদি পবিত্র কোরআন ও হাদিসের আলোকে জীবন পরিচালনা করে, তারা ইহকাল ও পরোকালে নাজাত পাবে। কোন নিরিহ মানুষকে বোমা মেরে হত্যা করে এবং দেশ ও জানমালের ক্ষতিকরে কখনো জান্নাতে যাওয়া যাবেনা। তাই সন্ত্রাস ও জঙ্গীবাদের প্রতিরোধে সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসার আহ্বানও জানান মানব বন্ধনে বক্তারা।
সোমবার সকাল ১১ টায় দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা সন্ত্রাস ও জঙ্গীবাদের প্রতিবাদে মানব বন্ধন করে। মানব বন্ধনে উপস্থিত ছিলেন, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য এম. এ সাত্তার, আলহাজ্ব আশরাফুল আলম, লুৎফর রহমান, জি এম মাসুম, প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা, সহকারী প্রধান শিক্ষক হুমায়ূন কবির রতন, মহিলা শিক্ষিকা আলেয়া বেগম, নাসরিন আক্তার প্রমূখ।
এরপর সকাল সাড়ে ১১টায় কাশীপুর দারুচ্ছুন্নাহ্ কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা একই বিষয়ে একটি মানব বন্ধন করে। এ মানব বন্ধনে উপস্থিত ছিলেন, মাদ্রাসার অধ্যাক্ষ নূরুল আলম, সহকারী অধ্যাক্ষ আরবি, শিক্ষক মোঃ কাশেম, আকরাম হোসেন, রুহুল আমিন সহ মাদ্রাসার সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।