বিজয় বার্তা ২৪ ডট কম
গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার এক মাস পূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশনায় সারাদেশের ন্যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সিদ্ধিগঞ্জের প্রত্যেকটি ওয়ার্ডে কলেজ এবং সরকারী নির্দেশনায় স্কুল-মাদ্রাসায় সন্ত্রাস ও জঙ্গি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত একযোগে শিক্ষাপ্রতিষ্ঠান গুলোর শিক্ষক ও শিক্ষার্থীরা ‘সন্ত্রাস নয়, শান্তি চাই-শঙ্কামুক্ত জীবন চাই’ এই স্লোগানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন সিদ্ধিরগঞ্জের গোদনাইল সুফরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, গোদনাইল বাগপাড়া আলিম মাদ্রাসা, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল এন্ড কলেজ, মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয়, রেবতি মোহন পাইলট স্কুল এন্ড কলেজ, সফর আলী ভূইয়া উচ্চ বিদ্যালয়। এসময় উপস্থিত ছিলেন নাসিক ৬ নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডল, গোদনাইল সুফরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিবেন্দ্র চন্দ্র সরকার, শিক্ষক আমিনুল হাসান, ফরিদা বেগম, অভিভাকব সদস্য জাহিরুল ইসলাম, নাজমুল নাহার, জাহাঙ্গীর হোসেন, গোদনাইল বাগপাড়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আলী আকবর, মাওলানা সোলায়মান, আজিজুল হক,আক্তারুজ্জামান, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপাধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেন, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান, শিশির ঘোষ অমর, বিমল চন্দ্র র্কমকার পল্টু, রিফাত আহামেদ, রাজিব আহামেদ, আবুল হোসেন, আবু তালেব, মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঈদুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মহিউদ্দিন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ্ব মাজহারুল হক ময়ূর, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোস্তফা, রফিকুল ইসলাম, রওশন আরা, আমিনুল ইসলাম ও আহসানউল্লাহ প্রমূখ। এসময় মানববন্ধন বক্তারা বলেন সন্ত্রাস ও জঙ্গিবাদ একটি বিকৃত মস্তিস্কের কাজ সন্ত্রাসীদের কোন দেশ,জাতী,ধর্ম নেয় তাই সন্ত্রাসবাদের বিরোদ্বে দেশের র্সবস্তরের জনসাধারনদের রুখে দাড়ানোর আহবান জানানো হয়।