বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে শিশু সুমাইয়া(১০) নিখোঁজ হয়েছে। গতকাল রবিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আম্বর পেপার মিলের ঘাট দিয়ে গোসল করতে নেমে আর উঠে আসেনি সুমাইয়া। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরী দল দুই ঘন্টা চেষ্টা চালিয়েও সুমাইয়ার কোন খোঁজ পায়নি। এ ঘটনার খবর পেয়ে ৫নং ওয়ার্ড কাউন্সির সফিকুল ইসলাম নদী এলাকায় প্ররিদর্শন করে পরে পরিবারের নিকট শান্তনা দিয়ে বলেন যদি আপনারা কোন খবর পান তাহা হলে আমাকে জানাবেন এবং আরো উপুস্তিত ছিলেন আগামী নারায়ন গঞ্জ সিটি র্করপোরেশন সম্বব্য প্রথী মোসা:ডলি আক্তার ও এলাকার হাজার হাজার লোকের ডল নেমে আসে ।জানা যায়, সিদ্ধিরগঞ্জ আজিবপুর এলাকার সুমাইয়া দুপুর তিন টায় সিদ্ধিরগঞ্জ আজিবপুরস্থ আম্বর পেপার মিলের ঘাট দিয়ে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সুমাইয়া নদীতে গোসল করতে নেমে পানিতে ডুব দিয়ে আর উঠে নাই। অনেক খোঁজাখুজি করেও সুমাইয়ার কোন খোঁজ না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। বিকেলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে অনেক খোঁজাখুঁজি করেও সুমাইয়ার কোন খোঁজ পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসে খবর দিলে দল ঘটনাস্থলে অনেক দেরী হয়েছে বলে খোঁজ পাওয়া জায়নি এতে করে শোকের ছায়ানেমে এসেছে সুমাইয়ার সজনদের কান্না বেঙ্গে পরেছে।