বিজয় বার্তা ২৪ ডট কম
সম্প্রতি সময়ে গুলাশানে ও শোলাকিয়া সহ বেশি কিছু জঙ্গি ও সন্ত্রাসী হামলার ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার নেতারা। এসময় বক্তারা বলেন,‘সারা বিশ্বের টার্গেট এখন ইসলাম। ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য সারা বিশ্বে এখন প্রতিযোগিতা চলছে। যা কোন ভাবে হতে দেওয়া যাবে না। ইসলামের নামে অপব্যাখা দেওয়া ও ওইসব জঙ্গিদের বিরোধী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। দলমত নির্বিশেষে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় একসাথে ঝাপিয়ে পড়তে হবে।
গতকাল রোববার (৩১ জুলাই) বিকাল সাড়ে ৫টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের পাশে হেফাজত ইসলাম বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে ওই মানববন্ধনের আয়োজন করা হয়। মুফতি বশিরুল্লাহ সাহেবের সভাপতিত্বে ও মুফতি তৈয়্যব আল হোসাইনের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন মুফতি আনিস আনসারী, মাওলানা কামাল উদ্দিন দায়েমী, মাওলানা নূর হোসেন নূরানী প্রমুখ।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের প্রধান সমন্বয়ক মাওলানা ফেরদাউস রহমান বলেন, ‘ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য সারা বিশ্বে এখন প্রতিযোগীতা চলছে। ইসলামকে ব্যবহার করে সন্ত্রাস জঙ্গিবাদের মত ঘৃণ্য পন্থা যাহা ইসলাম কোন ভাবেই সমর্থন করে না। সন্ত্রাস জঙ্গিবাদ এটা জাতীয সমস্যা নয় –এটা এখন আন্তর্জাতিক সমস্যা। এই সমস্যা মোকাবেলায় সম্মিলিত ভাবে পদক্ষেপ নেয়া দরকার। ঢালাও ভাবে কোন জন গোষ্ঠির উপর এটা চাপিয়ে না দিয়ে ঐক্যবদ্ধ ভাবে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান।
হেফাজতে ইসলামের সিদ্ধিরগঞ্জ থানা শাখার সদস্য সচিব মুফতি তৈয়্যব আল হোসাইনবলেন, ইসলাম কখনো সন্ত্রাস ও জঙ্গীবাদ সমর্থক করেনা। ইসলামের নামে যারা সন্ত্রাসী কর্মকার্ন্ড করছে মানুষ হত্যা করছে তারা ইসলামের শক্র। সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে হেফাজত ইসলাম সারাদেশে মাঠে থেকে এদের প্রতিহত করবে। এখন থেকে আমাদের শ্লোগান একটাই হেফাজত ইসলাম দিচ্ছে ডাক জঙ্গীবাদ নিপাক যাক।