বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরের মদনপুরস্থ হরিপুর বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। আকস্মিক অগ্নিকান্ডে সরকারি এ প্রতিষ্ঠানটির মূল্যবান মেশিনারীজ সরঞ্জাম,ট্রান্সফরমার ও ফার্নেস অয়েলসহ কয়েক লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে বন্দর,রাজধানীর ডেমড়া,হাজীগঞ্জ ও নারায়ণগঞ্জের মন্ডলপাড়া ও হাজীগঞ্জের ৫টি দমকল ইউনিট প্রায় আড়াই ঘন্টা প্রাণপণ প্রচেষ্টা চালায়। শনিবার গভীর রাতে অগ্নিকান্ডের এ ঘটনাটি ঘটে। তবে এতে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটির টি-আর ২নম্বর ইউনিটে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে অগ্নিকান্ডর সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে তারা জানায়,বন্দরের মদনপুরে অবস্থিত ৪১২ মেঘাওয়াটের এই হরিপুর কেন্দ্র হতে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রীডের পূর্বাঞ্চলে সরবরাহ করা হয়। এটি চালু রাখতে প্রতিদিন প্রায় ১৫ হাজার ফার্নেস অয়েল ব্যবহার করা হয়। শনিবার ভোর সাড়ে ৩টায় টি-আর ২নম্বর ইউনিটে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে অগ্নিকান্ডর সূত্রপাত হয়। বিষয়টি কারো গোচরে না আসায় সেটি দ্রুত ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে প্রতিষ্ঠানের কর্তব্যরত নিরাপত্তা প্রহরীরা আগুনের ফুলকি দেখে সাইরেন বাজিয়ে আগুনের সংকেত দিলে বিুদ্যৎ কেন্দ্রের লোকজন প্রাথমিকভাবে তা নিবৃত্তের চেষ্টা চালায়। কিন্তু তাতেও আগুনের তীব্রতা আরো বাড়তে থাকে। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে বন্দর,রাজধানীর ডেমড়া,হাজীগঞ্জ ও নারায়ণগঞ্জের মন্ডলপাড়া ও হাজীগঞ্জের ৫টি দমকল ইউনিট দ্রুত ঘটনাস্থলে হাজির প্রায় আড়াই ঘন্টা প্রাণপণ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।